• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩২
সর্বশেষ :
চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত

নওগাঁয় নবাগত পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময়

নওগাঁ প্রতিনিধি / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময়

নওগাঁ জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি ও নবাগত পুলিশ সুপার মো: কুতুব উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেফারিজ এসোসিয়েশনের সদস্যরা। যে উপলক্ষে গতকাল রবিবার (২২সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে  রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে অন্যান্য রেফারিরা নবাগত পুলিশ সুপার ও জেলা রেফারিজ এসোসিয়েশনের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রেফারিজ এসোসিয়েশনের সদস্যদের সাথে পরিচিত হয়ে নবাগত পুলিশ সুপার জানান। আগামীতে সকল টূর্ণামেন্টে নওগাঁর ফুটবল রেফারিদের কর্মচাঞ্চলতা ধরে রাখা হবে।  এবং সবসময় খেলার প্রতি নিবেদিত হয়ে সকলকে একসাথে  কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আর ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি মাসুদ ইসলাম, ওলায়িউল ইসলাম, সহসাধারণ সম্পাদক সেলিম হোসেন সাবু, কোষাধ্যক্ষ মো. আব্দুস সাত্তার , দপ্তর সম্পাদক শামীম আহমেদ, আবু বক্কর সিদ্দিকী, খান মোঃ গোলাম হোসেন, সিরাজুল ইসলাম, ফিরোজ কবির, মারাং হেমরম, আজমির সালেহ সহ প্রমূখ।
এসময়  নওগাঁয়  নবাগত পুলিশ সুপার জানান একটি দেশের সম্পদ হচ্ছে যুব সমাজ। তাই বিভিন্ন অপরাধ, মাদক ও মোবাইল গেমস থেকে যুব সমাজকে দূরে রাখার অন্যতম উপায় হলো খেলাধূলার সঙ্গে যুব সমাজকে বেশি বেশি সম্পৃক্ত করা। একটি সুস্থ্য ও মেধানির্ভর জাতি গড়তে হলে নিয়মিত খেলাধূলার আয়োজনের কোন বিকল্প নেই। বর্তমানে আমাদের দেশে নিয়মিত খেলাধূলার আয়োজন অনেকটাই কমে গেছে। আবার সেই সোনালী দিনে ফিরে যেতে হলে সমাজের সকলকে ছোট হোক আর বড় হোক কিংবা ঘরোয়া হোক না কেন বেশি বেশি খেলাধূলার আয়োজন করতে হবে। আর এমন কর্মকান্ড বাস্তবায়নে রেফারিদের অনেক ভ’মিকা রয়েছে। তাই একটি সুন্দর দেশ গড়তে যার যার স্থান থেকে খেলাধূলার প্রচলন ফিরে আনতে রেফারিসহ সবাইকে এগিয়ে আসার প্রতি অনুরোধ জানান পুলিশ সুপার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com