• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯
সর্বশেষ :
চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত

নওগাঁয় বিএনপি নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নওগাঁ প্রতিনিধি / ৬৩৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
নওগাঁয় বিএনপি নেতার মতবিনিময়

দীর্ঘ বিরতির পর আগামী ২৬অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। ইতিমধ্যেই বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীরা মাঠ চষে বেড়ানো শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলার এছাহক টাওয়ারে মতবিনিময় করেছেন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. এছাহক আলী।
সম্মেলনে সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মো. এছাহক আলী বলেন, আগামীর পথচলায় বিএনপিকে নতুন করে ঢেলে সাজানোর কোন বিকল্প নেই। নতুন উদ্যোম আর সঠিক নেতৃত্ব ছাড়া নুয়ে পড়া বিএনপিকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। যেহেতু অল্পদিনের মধ্যেই সকল বাধা, বিপত্তি ও অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীর লাল-সবুজ বাংলাদেশের নায়ক তারেক রহমান দেশে ফিরছেন সেহেতু উপজেলা বিএনপিকে নতুন করে চাঙ্গা করতেই মূলত তার সভাপতি পদে নির্বাচন করা। মাঠ পর্যায়ে ভোটারদের চাহিদার ভিত্তিতেই সভাপতি পদে তিনি প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে জানান।
দীর্ঘদিন যাবত মাঠের নিপীড়িত ও নির্যাতিত বিএনপির কর্মীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন তিনি। তাই মাঠ পর্যায়ের ভোটাররা তাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে আগামীতে এই উপজেলা বিএনপিকে পুরোদমে এগিয়ে নেওয়ার দায়িত্বভার তাকেই দিবেন বলে তিনি শতভাগ আশা ব্যক্ত করেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান বাবু, এইচ এম নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাজী শাহাবুল ইসলাম, গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাছান আলী, একডালা ইউপি বিএনপির সভাপতি আক্তার হোসেন, কালীগ্রাম ইউপি বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল খালেক, উপজেলা তাঁতি দলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com